মাধবপুরে ২০কেজি গাঁজাসহ গ্রেফতার
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে মাধবপুর থানার এসআই (নি.) মো. আব্দুল কাদের এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা’সহ মাদকের সাথে জড়িত এক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত ব্যবসায়ী হলেন— মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র মো. আব্দুল বাছির (৩৪)।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান— গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯ (গ/৪১ ধারায় থানায় মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।