বেলুচিস্তানের দুর্দশা : জোরপূর্বক গুম-এনকাউন্টার
আন্তর্জাতিক সময়
পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক উত্তর বেলুচিস্তানের জিয়ারাত ও হারনাই জেলায় ভুয়া এনকাউন্টারে নিখোঁজ ব্যক্তিদের হত্যা করার ঘটনায় ক্ষুব্ধ মানবাধিকার কর্মীরা। তারা এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন।
জানা যায়— গত কয়েক দিনে পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত নয়জনের মধ্যে ছয়জনকেই জোরপূর্বক নিখোঁজ ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ১৩ ও ১৪ জুলাই রাতে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক জিয়ারাত ও হারনাই জেলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল লাইক নিহতের ঘটনায় বিশেষ এক অভিযান পরিচালনা করা হয়। মূলত অভিযানটি ছিল বেলচ লিবারেশন আর্মির (বিএলএ) বিপক্ষে বলে জানিয়েছিল সেনাবাহিনী।
তারা দাবি করে— অভিযানে অন্তত ৯ জন বিএলএ সদস্য নিহত হয়েছে।
তবে বিএলএ’র পক্ষ থেকে জানানো হয়— জিয়ারাত এবং হারনাই এলাকায় তথাকথিত অনুসন্ধান অভিযানের সময় বিএলএ’র যোদ্ধাদের হত্যা করার পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি মূলত বেলুচিস্তানে তার বিপর্যয়কর ব্যর্থতা আড়াল করার একটি প্রপাগাণ্ডা।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ছবিতে দেখা গেছে— নিহতরা জরাজীর্ণ কাপড় পরিহিত। এতে সৃষ্টি হয়েছে বিতর্কের। অনেকেই বলছেন— নিহতরা হলেন বেলুচিস্তানের নিখোঁজ ব্যক্তি। তাদের সঙ্গে বিএলএ’র কোন সংযোগ নেই।
পরে নিহতদের কোয়েটার হাসপাতালে নেওয়া হলে, ছয়জনকে শনাক্ত করে তাদের পরিবার। পরিবারগুলো দাবি করে— এদের জোরপুর্বক গুম করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ওই ঘটনার পর থেকেই নিখোঁজ তারা।