প্রেসিডেন্টের বাসভবন থেকে চুরি করা জিনিস বিক্রি : গ্রেফতার ৩
আন্তর্জাতিক সময়
চুরি। তাও আবার খোদ প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাড়িতে। আর সেই চোরাই জিনিস বেচতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়লেন তিন ব্যক্তি। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকায় এই ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই তিন ব্যক্তি কলম্বোর প্রেসিডেন্ট হাউস থেকে চুরি করা ৪০টি গোল্ড প্লেটেড পিতলের সকেট বিক্রি করার চেষ্টা করছিল বলে এএফপি জানিয়েছে।
৯ জুলাই সরকার বিরোধী বিক্ষোভকারীরা সাবেক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন এবং সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়ি দখল করে। জনতা বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেয়।
অনলাইন সংবাদপত্র ডেইলি মিরর জানিয়েছে— বিক্ষোভ চলাকালীন ৯ জুলাই ফোর্টে রাষ্ট্রপতি ভবনে প্রবেশকারী ওই তিন ব্যক্তিকে ৪০টি গোল্ড প্লেটেড পিতলের সকেটসহ গ্রেফতার করা হয়েছে। সকেটগুলো জানালার পর্দা ঝুলানোর জন্য দেয়ালে আটকানো হয়েছিল।
রবিবার চুরি হওয়া জিনিসগুলো বিক্রি করার চেষ্টা করার সময় ওয়েলিকাদা পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতার করে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
গ্রেফতারদের বয়স ২৪, ৩৭ ও ৩৭ বছর। তারা রাজাগিরিয়ার ওবেসেকারাপুরার বাসিন্দা। সন্দেহভাজন ওই তিনজন মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।