ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ
বিনোদন ডেস্ক
নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। কোনো এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। আতঙ্কে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তারকা দম্পতি। সান্তাক্রুজ থানা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ইতিমধ্যে সেই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি মালদ্বীপ থেকে দেশে ফিরছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। স্ত্রী ক্যাটের জন্মদিন পালন করতে বিদেশে যায় এই যুগল। সঙ্গে ছিলেন তাদের বন্ধুবান্ধব ও পরিবার। এবার দেশে ফিরতে না ফিরতে বিপত্তি। সূত্র মারফত জানা যাচ্ছে— সোশ্যাল মিডিয়ায় লাইফ হুমকি পাচ্ছিলেন। মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় ওই ব্যক্তির নামে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।
দিন কয়েক আগেই প্রাণনাশের হুমকি চিঠি পেয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার বাড়িতে হুমকি চিঠি রেখে যান। হিন্দিতে ছাপার অযোগ্য ভাষায় লেখা ছিল সেই চিঠি। আর নাম হিসেবে লেখা ‘দেশ কা নওজাওয়ান’।