ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্র প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ইয়াংস্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমদ ও তার পরিবারবর্গের স্বদেশ প্রত্যাবর্তন এবং ইয়াং স্টার ক্লাবের দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান রনি উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৯ জুলাই) রাতে সিলেট নগরীর অভিজাত হোটেলের হল রুমে ইয়াং স্টার ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন— ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা ও ৪নং খাদিম পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান রিপন, উপদেষ্টা মন্ডলীর সদস্য তোরাব আলী, অভিজিৎ দে সুমন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন— তানভীর আহমদ। বক্তব্যে তিনি ইয়াংস্টার ক্লাবের বিভিন্ন কাজকর্মের প্রসংশা করেন এবং ক্লাবের সদস্যদের প্রতি দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
তিনি বলেন— নীতি নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি একজন সদস্য নীতি নৈতিকতা থাকে তবেই সে এই সমাজের বিভিন্নভাবে আর্তমানবতার সেবায় লেগে থাকবে। এতে করে আমরা যারা প্রবাসে থাকি তারা সমাজ ও দেশের পজেটিভ কাজগুলো দেখে প্রফুল্লিত হই, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
অপরদিকে, ইয়াং স্টার ক্লাবের দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান রনি উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সংবর্ধিত অতিথি মিসেস রুম্মানা আক্তার, ইয়াং স্টার ক্লাবের সহ-সভাপতি আহমদ খান সুমন, সাংগঠনিক সম্পাদক রুকন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শোয়েব, অর্থ সম্পাদক মাসুদ আহমদ ইমন, দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান রনি।
ইয়াং স্টার ক্লাবের সদস্য কামরুল ইসলাম, আবুল বাশার, রুবেল আহমদ, রাসেল আহমদ, সুদীপ শর্মা, ইসমাইল হোসেন, তারেক আহমদ, জুয়েদ আহমদ মিলু, ফয়জুর রহমান লিটন, ফরহাদ আহমদ রুমেল, জাবু আহমদ, ঘোড়ি তানভীর, নাঈম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।