মুহাদ্দিসে গাজিনগরী গবেষণা পরিষদের কমিটি গঠন
সংবাদ বিজ্ঞপ্তি
জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সিলেটের ফারিগিনদের ব্যবস্থাপনায় গঠন করা হয়েছে ‘মুহাদ্দিসে গাজিনগরী গবেষণা পরিষদ’ বাংলাদেশের কমিটি।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আশ শায়খ মুহাদ্দিসে হাম্মাদ গাজীনগরী ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন, শায়খুল ইসলাম আল্লাম আহমদ শফি রাহ. এর সুযোগ্য খলিফা, জামিয়া হিদায়াতুল ইসলাম মুহতামিম মুফতি শাহ মুতিউর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সিলেট এর মুহাদ্দিস মাওলানা জাহিদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জগন্নাথপুর শ্রীধর পাশা মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস ও সাবেক নাইবে নাযিমে তালিমাত মুফতি নাজমুল ইসলাম নোমান, জামিয়া হিদায়াতুল ইসলাম এর সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।
জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সিলেট এর ২০১৭, ১৮ ও ১৯ সনের ফারিগীনদের মধ্যে মাওলানা আব্বাস, আলী মাওলানা জিয়াউল হক, হাফিজ মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা ইমামুল হক হাদী, মাওলানা আব্দুল মুমিন, হাফিজ মাওলানা আশরাফুল্লাহ, মাওলানা আজিজুল হক, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা লোকমান আহমদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ইমরান আহমদ, মাওলানা শাসছুল ইসলাম, হাফিজ মাওলানা আমানুল্লাহ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা শাব্বির আহমদ।