পোয়েটসপিডিয়ার জীবন সম্মাননা : ‘শতবর্ষ পরও উজ্জ্বল থাকবেন রুনী’—কবি কালাম আজাদ
সময় সাহিত্য
পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাব থেকে ‘জীবন-সম্মাননা’ পেলেন কবি, প্রাবন্ধিক ও সংগঠক নুরুন্নেছা চৌধুরী রুনী। গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার সিফডিয়া মিলনায়তনে বৃহত্তর সিলেটের সাহিত্যিক এবং সাহিত্যানুরাগী মহল তাঁর হাতে এই জীবন-সম্মাননা স্মারক তুলে দেন।
কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খ্যাতনামা কবি কালাম আজাদ। তিনি বলেন,
আজ থেকে শতবর্ষ পরে সিলেটে-সাহিত্যচর্চার যে ইতিহাস রচিত হবে, সেখানে নুরুন্নেছা চৌধুরী রুনী স্বনামে উজ্জ্বল থাকবেন। তাঁর জীবদ্দশায় গদ্য বা পদ্যে সত্যের বিষয়ে তিনি যে কখনো আপোষ করেননি, এই আপোষহীনতা তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
ষাটের দশক থেকে লেখালেখি শুরু করা রুনী লিখেছেন দশটির অধিক গ্রন্থ। বাংলা একাডেমি ও কেমুসাসের আজীবন সদস্য এই কবি সাহিত্য সংগঠনেও বিশেষ ভূমিকা রেখেছেন; ছিলেন সিলেট লেখিকা সংঘের সভাপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি রোকসানা হক, গল্পকার সেলিম আউয়াল, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাভেদ আহমদ, ভ্রমণ কাহিনিকার মুয়াজ আফসার, কবি নাজমুল আনসারী প্রমুখ।
কবি আহমাদ সালেহ’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে কবিতাপাঠ ও স্মৃতিচারণ করেন কবি ইশরাক জাহান জেলী, সেনুয়ারা আক্তার চিনু, মাছুমা টফি একা, কামাল আহমদ, রিপন আহমদ, শান্তা কামালী, তাসলিমা খানম বীথি, শমসাদ আহমদ, জান্নাত আরা খান পান্না, কাউছার জাহান লিপি, শিপারা শিপা, বিমল পাল এবং অনিতা বর্ধ্বন।
অনুষ্ঠানের শেষাংশে রাহনামা শাব্বীর চৌধুরীকে আহ্বায়ক এবং রিপন আহমদকে যুগ্ম আহ্বায়ক করে পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষিত হয়।