সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন
বিশেষ সংবাদদাতা
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার (৭ অক্টোবর) রাতে নগরীর দক্ষিণ সুরমার বাইপাস রোডস্থ একটি কমিউনটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন— বাংলাদেশ ট্যাঙ্কলরী অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ূন আহমদ।
বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন ঢাকার সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন— বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব জুবায়ের আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য জুবের আহমদ চৌধুরী খোকন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, রিয়াদ উদ্দীন, শরিফুল ইসলাম স্বপন, ইউনুস মিয়া, ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের তেলিয়াপাড়া হবিগঞ্জ উপ-কমিটির সভাপতি ফয়সল মিয়া, ফেনী জেলার সহ-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন— সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ।
সংগঠনের দপ্তর প্রধান সহকারী রকিব হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রফিউল হাসান রাফি। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান— বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন ঢাকার সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান ভূইয়া।
শপথ গ্রহণ করেন— সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জলিল, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. রোমান হোসেন, প্রচার সম্পাদক মো. গোলাপ খান, লাইন সম্পাদক মো. নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য মো. ইমান আলী, আলমগীর হোসেন।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা ট্যাঙ্কলরি শ্রমিকদের ১০ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন— শ্রমিকদের যুক্তিক, ন্যায্য ও প্রাণের দাবী মেনে না নেওয়া হলে সর্বস্তরের শ্রমিকদের সাথে নিয়ে অবিরাম কর্মবিরতি’সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
বক্তারা বলেন— নবনির্বাচিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে মালিক-শ্রমিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তারা সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের খুনিদের ফাঁসির জোর দাবী জানান।