পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের স্মরণে সুনামগঞ্জে বিএনপির শোক মিছিল
সুনামগঞ্জ সংবাদদাতা
পুলিশের গুলিতে নিহত বিএনপির নারায়ণগঞ্জ, ভোলা, মুন্সিগঞ্জের নিহত নেতাকর্মীদের স্মরণে সুনামগঞ্জে শোক মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে সোমবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে এ শোক মিছিলটি বের করা হয়।
মিছিল নিয়ে নেতাকর্মীরা ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে পথে বাধা দেয় পুলিশ। এ সময় বাধা উপেক্ষা করে কালিবাড়ি মোড় ঘুরে ফের পুরাতন বাস স্টেশনে এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন— জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম, সহ-সভাপতি নাদির আহমদ, আনিসুল হক, সেলিম উদ্দিন আহমদ, রেজউল করিম, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।