সিলেটে নারী এশিয়া কাপের ফাইনাল আজ: শেষ হাসি শ্রীলঙ্কা না ভারতের?
স্পোর্টস রিপোর্টার

সিলেটে নারী এশিয়া কাপে এখন বিদায়ের সুর। আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের এ আসরের। তবে দিনের শেষে কার ঘরে উঠবে শিরোপ এ নিয়ে যত জল্পনা। শেষ হাসি কার- হট ফেবারিট ভারত না লড়াকু শ্রীলঙ্কার?
বৃহস্পতিবার স্নায়ুক্ষয়ী সেমিফাইনালে পাকিস্তানকে এক রানে হারিয়ে শ্রীলঙ্কা পৌঁছায় স্বপ্নের ফাইনালে। একই দিন অন্য সেমিফাইনালে থাইল্যান্ডকে বিধ্বস্ত করে ভারতও পা রাখে ফাইনালে।
পরিসংখ্যান বলছে ফাইনালে ভারত এগিয়ে। প্রথম ছয় আসরেই শিরোপা উৎসব করেছে ভারত। শুধু একবারই শিরোপার নাগাল পায়নি তারা। তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলবেনা বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।
ওদিকে, গত আসরে ফাইনালে ফেভারিট ভারতকে তিন উইকেটে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। স্বভাবতই ঘরের মাটিতে টাইগ্রেসরা বড় কিছু করবেন, এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু নিজের উঠানে হতাশ করেছে নিগাররা। মূল পর্ব থেকেই বিদায় নিতে হয় স্বাগতিকদের।
রবিন লিগে বাংলাদেশের মেয়েরা হেরে যায় উপমহাদেশ ক্রিকেটের তিন প্রধান ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে। তারপরও শেষ ম্যাচে শেষ চারে ওঠার সুযোগ ছিল। এর জন্য অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাতের বিপক্ষে জিতলেই চলত নিগার সুলতানা ব্রিগেডের। ম্যাচটিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই ছিল প্রবল। কিন্তু বৃষ্টিতে কপাল পুড়েছে বাংলাদেশের। বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়ে যায়। আর এতে আরব আমিরাতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে টাইগ্রেসরা। বাংলাদেশকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠে আসে থাইল্যান্ড।
আজ ফাইনালে বাংলাদেশ না থাকলেও কি রোমাঞ্চ অপেক্ষা করছে সিলেটের মাঠে তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। খেলা শুরু বেলা দেড়টায়।




