‘সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি’
হবিগঞ্জ সংবাদদাতা
শান্তিপূর্ণভাবে হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট নিয়ে সন্তুষ্ট প্রার্থী ও ভোটাররা। নির্বাচন সুষ্ঠু করতে শুরু থেকেই তৎপর ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহান। কোন ধরণের অপ্রিতিকর ঘটনা এড়াতে এবং প্রার্থীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে দফায় দফায় তিনি বৈঠক করেছেন প্রার্থী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহীনির সাথে।
সোমবার (১৭ অক্টোবর) নির্বাচনের দিন সকাল থেকে মাঠে ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এসএম মুরাদ আলি। সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলার কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহান।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন— ‘এর আগে আমি কোন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করিনি। সকলের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমি মনে করি আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি।’
তিনি বলেন— ‘নির্বাচনে উল্লেখযোগ্য কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। কারণ জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং অন্যান্য ভোট গ্রহণকারী কর্মকর্তা স্বতঃস্ফুর্ত সহযোগিতা করেছেন। তাছাড়া মিডিয়ার ইতিবাচক ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।’
জেলা প্রশাসক বলেন— ‘বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় ভোটার এবং প্রার্থীদের। প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ যে সকল নির্দেশনা প্রদান করা হয়েছে, তারা তা যথাযথভাবে প্রতিপালন করেছেন।’