ঢাকা ছাড়লেন ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ
সময় সিলেট ডেস্ক
ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে সোমবার সকালে ঢাকা ছেড়েছেন।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সুলতানকে বিদায় জানান। সুলতান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী রয়্যাল ব্রুনেই এয়ারলাইনসের বিশেষ ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৫ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায়।
বাংলাদেশ ও ব্রুনেই জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। বাংলাদেশের জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে একটি স্থিতিশীল ও আঞ্চলিক জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে ব্রুনেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানির বিষয়ে রাজি হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর আনুষ্ঠানিক বৈঠকে অন্যান্য খাতের পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতার বৈঠক শেষে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। এগুলো হচ্ছে—দুই দেশের মধ্যে আকাশপথে সরাসরি উড়োজাহাজ চলাচলের জন্য চুক্তি এবং বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ, ব্রুনেই থেকে বাংলাদেশে এলএনজি এবং পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ও সমুদ্রগামী নাবিকদের প্রশিক্ষণ সনদের স্বীকৃতি বিষয়ে সমঝোতা স্মারক।