শাবি’র সিরাজুন্নেসা প্রাধ্যক্ষ হলেন জোবাইদা কনক খান
শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ পদে আগামী ৩ বছরের জন্য স্থায়ীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা কনক খানকে নিয়োগ দেয়া হয়েছে। গত বুধবার উপ-রেজিস্ট্রার ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়— জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা কনক খান গত ১৪ জানুয়ারি হতে উক্ত হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাকে ২৭ অক্টোবর হতে একই হলের প্রাধ্যক্ষপদে নিয়োগ করা হয়। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।