বিশ্বনাথ পৌর নির্বাচন: খেজুর গাছ’র সমর্থনে শেষ জনসভা ও মিছিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনকে ঘিরে প্রচারণার শেষ দিনে পৌরসভা নির্বাচনে জমিয়তের মেয়র পদপ্রার্থী মাওলানা শিব্বির আহমদের (খেজুর গাছ) প্রতীকের সমর্থনে শেষ জনসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ নতুনবাজারস্থ জামিয়া মাদানিয়া মাদ্রাসা গেটের সামনের মাঠে ভোটার-সমর্থকদের শতস্পুর্ত অংশ গ্রহণে এই জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
শেষ নির্বাচনী জনসভায় বক্তব্যকালে মেয়র পদপ্রার্থী মাওলানা শিব্বির আহমদ বলেন— দীর্ঘদিন ধরে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ শহর উপযুক্ত উন্নয়ন থেকে বঞ্চিত। পৌরসভায় নেই ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা।
তিনি নির্বাচীত হলে এসকল উন্নয়নের পাশাপাশি পৌরবাসীর শিক্ষা, চিকিৎসা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা নির্ধারণ, বাসিয়া নদী সুরক্ষা, অবৈধ্য স্থাপনা উচ্ছেদসহ সুন্দর, পরিচ্ছন্ন, উন্নয়নশীল মডেল পৌরসভা গড়ে তুলবেন। এজন্য তিনি সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন— সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
মাওলানা আব্দুস সোবহান, মাওলানা হাফিজ শাহেদ আহমদ ও মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তায়্যিবুর রহমান চৌধুরী, জামিয়া মুহাম্মদিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ভাইস প্রিন্সিপাল হাফিজ হুসাইন আহমদ, সিলেট জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর জমিয়ত নেতা মাওলানা সায়্যিদ সালিম আহমদ ক্বাসিমী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, উপজেলা ইসলামি আন্দোলনের দায়িত্বশীল হাফিজ মাহমুদুল হাসান হাশমত, মাওলানা ফখরুদ্দিন আহমদ, মুরব্বী কবির আহমদ, যুব জমিয়ত নেতা মাওলানা রুহুল আমীন নগরী, উপজেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান বিন ফাহিম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুর রহমান মিলাদ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর বুধবার বিশ্বনাথ পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। নবগঠিত এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।