বিশ্বনাথ পৌরসভার ৮০% ভোটার ‘জগ’ মার্কার বিজয় চান’
স্টাফ রিপোর্টার
আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মুহিবুর রহমান বলেছেন— প্রচার-প্রচারণা কালে আমি বুঝতে পেরেছি, পৌরসভার ৮০% ভোটার আমার নির্বাচনী প্রতীক ‘জগ’ মার্কার বিজয় চান।
তিনি বলেন— আমি আপনাদের ভোটে দু’বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাছাড়া বৃহৎ পরিসরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে এমপি পদে নির্বাচন করেছি। কিন্তু জনগণ আমাকে ভোট দিলেও স্বার্থলোভী কিছু ব্যক্তিদের কারণে জয়লাভে ব্যর্থ হই। এবারও জনকল্যাণে কাজ করতে এবং উন্নয়নকে কাজে লাগাতে আপনাদের উৎসাহ পেয়ে পৌরসভায় মেয়র প্রার্থী হয়েছি।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে মেয়র প্রার্থী মুহিবুর রহমান বলেন— এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবগঠিত এই পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলার পাশাপাশি এলাকার গরিব-দুঃখী, মেহনতি মানুষের কল্যাণে আমি কাজ করে যাবো। আমার বিশ্বাস, আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন— আমি নির্বাচিত হলে বিশ্বনাথে একটা মহিলা ডিগ্রি কলেজসহ আরো একাধিক কলেজ স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা জোরদার, খেলাধুলার একাধিক মাঠের ব্যবস্থা ও মাত্রাতিরিক্ত ট্যাক্স থেকে জনসাধারণকে মুক্তি দেওয়া’সহ ঘুষ-দূর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাবো।
‘এ পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো। এ জন্য আগামী ২ তারিখে ‘জগ’ মার্কায় আপনাদের মূল্যবান ভোট চাই এবং সকলের আন্তরিক দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
তিনি সোমবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার ঐতিহ্যবাহী জানাইয়া ফুটবল মাঠে নিজের নির্বাচনী প্রতীক ‘জগ’ মার্কার শেষ নির্বাচনী সভায় এ কথাগুলো বলেন।
এরপূর্বে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল সভাস্থলে এসে মিলিত হয়। এতে নির্বাচনী পথসভা রূপ নেয় বিশাল জনসভায়। এ সময় ‘জগ’ ‘জগ’ স্লোগানে মুখরিত হয়ে উঠে জানাইয়া মাঠ’সহ পুরো পৌরএলাকা।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমদের সভাপতিত্বে এবং বাউল সমুজ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন— যুক্তরাজ্য প্রবাসী শাহ আলম, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশি কান্ত পাল প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুস শহিদ।
এ সময় পৌরসভার ৯ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর বুধবার বিশ্বনাথ পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। নবগঠিত এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।