শান্তিগঞ্জে ভোক্তা আইন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত
শান্তিগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভার সভাপতিত্ব করেন— উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
সভায় বক্তব্য রাখেন— উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, ওসি খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, শিক্ষা কর্মকর্তা সেলিম খান, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।