ক্যালিগ্রাফার আরিফুর রহমানের সিলেট আগমনে আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি
দেশবরেণ্য ক্যালিগ্রাফার আরিফুর রহমান বলেছেন— সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি একদিন প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করবে। সিলেট একটি আধ্যাত্মিক নগরী। এখান থেকে অনেক কিছু সৃষ্টি হয়ে সফল হয়েছে। ইনশাআল্লাহ সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির যাত্রাও সফল হবে।
মঙ্গলবার রাত ৯ টায় সিলেট নগরীর শাহী-ঈদগাস্থ কবি সৈয়দ মবনুর বাসভবনে ক্যালিগ্রাফার আরিফুর রহমান সিলেট আগমন উপলক্ষে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি সভাপতি দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ-সভাপতি সৈয়দ মবনু, সাধারণ সম্পাদক সৈয়দ জয়নুস শামস, সহ-সভাপতি ক্যালিগ্রাফার নুরুর রহমান।
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ-প্রচার সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন— কেমুসাসের মুখপত্র আল-ইসলাহ সম্পাদক ও ক্যালিগ্রাফি সোসাইটির সদস্য সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির গবেষণার-প্রকাশনা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, জামেয়াহ দারুল ইসলাম খাদিমপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মদ জয়নুল ইসলাম, জামিআ সিদ্দিকিয়া মাদ্রাসার উপ-পরিচালক রেজাউল হক, কবি আব্দুস সোবহান, কবি কামাল আহমদ, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ অফিস সম্পাদক মঈন উদ্দিন, শিক্ষা সম্পাদক ক্যালিগ্রাফার আবুল হাসান প্রমুখ।
মো. আজির হোসেনের মহাগ্রন্থ কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির প্রচার সম্পাদক ইশরাক জাহান জেলী, অফিস সম্পাদক ইসমত হানিফা চৌধুরী, কবি সাইয়্যিদ মুজাদ্দিদ প্রমুখ।