ভোটে হেরে ইভিএম কারচুপির অভিযোগ তুললেন কামরুল
ওসমানীনগর সংবাদদাতা
ভোটে হেরে ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ তুললেন— সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া কামরুল ইসলাম। তাঁর অভিযোগ, ইভিএম মেশিনে জালিয়াতির কারণে তিনি পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে তার বাস ভবনে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন— প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি নগণ্য থাকলেও ৪৮ হাজারের বেশি ভোট কাস্টিং অস্বাভাবিক। ভোটের আগের দিন তার এজেন্টদের হুমকি প্রদানের কারণে ভোটের দিন অনেক কেন্দ্রে ভয়ে কোন এজেন্ট ছিল না।
এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং অফিসার সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার বলেন— ইভিএম এমন একটি মেশিন যা দিয়ে জালিয়াতির কোন সুযোগ নেই। পরাজিত প্রার্থীর এমন অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি।
এর আগে ২ নভেম্বর ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয় লাভ করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন— স্বতন্ত্রের মোড়কে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (ঘোড়া)।