শিবগঞ্জে ৩ কৃষিপণ্য প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের জরিমানা
সময় সিলেট ডেস্ক
সিলেট নগরীর শিবগঞ্জে আইন অমান্য করে কৃষিপণ্য বিপণন করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার (০৬ নভেম্বর) কৃষি বিপণন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার। এ সময় তাঁকে সহযোগিতা করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দা.প্রা.) আবু সালেহ মো. হুমায়ুন কবির।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনার সময় ৩টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ (১) এর (ক), (ঙ) ও (ড) ধারায় সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় শিবগঞ্জ বাজারের ব্যবসায়ীদেরকে সরকারের আইন মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি তারা ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা সঠিক জায়গায় প্রদর্শন, মুনাফা লাভ করার আশা না করে অনৈতিক কাজ হতে নিজেদের দূরে রাখা এবং কৃষি বিপণন লাইসেন্স গ্রহণ করার পরামর্শ দেন।