বিএনপি নেতা খুনের জেরে সিলেটে ছাত্রদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া
স্টাফ রিপোর্টার
সিলেট নগরীতে ছুরিকাঘাতে বিএনপি নেতা আ ফ ম কামাল খুনের ঘটনার জেরে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, দোকানপাট ও গাড়ি ভাঙচুর করা হয়।
রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর আলিয়া মাদরাসা ও জেলা স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার রাত ৯ টার দিকে নগরীর আম্বরখানা বড় বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন বিএনপি নেতা আ ফ ম কামাল। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সিলেট ‘ল’ কলেজের জিএস ছিলেন। তাঁর বাসা নগরীর সুবিদবাজার এলাকায়।
এই ঘটনার পর এর প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে চৌহাট্টা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রদলের নেতা কর্মীরা। এ সময় তাদের হাতে লাঠিসোটা ছিল। তারা মিছিল দিয়ে চৌহাট্টা থেকে রিকাবিবাজার পয়েন্টের দিকে যেতে থাকেন। পথে ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের ধাওয়া দেয়। দু’পক্ষের মধ্যে বেশ কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় রিকাবিবাজার নজরুল অডিটোরিয়ামের সামনে বঙ্গবন্ধুর ছবি, কয়েকটি দোকানের শাটার ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকেলেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
সিলেটে গাড়ি আটকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ছাত্রদল নেতা আটকসিলেটে গাড়ি আটকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ছাত্রদল নেতা আটক
এবিষয়ে রাত সোয়া একটায় নগর পুলিশের উপ-কমিশনার উত্তর আজবাহার আলী শেখ ঘটনাস্থল থেকে এই প্রতিবেদককে বলেন— উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন— প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মৃত বিএনপি নেতার ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। কয়েকদিন আগে কোতোয়ালী থানায় মামলাও হয়েছে। তিনি বলেন— যেহেতু হত্যার প্রাথমিক কারণ পাওয়া গেছে, আমরা আশা করছি দ্রুত আসামীদের গ্রেফতার করতে পারব।
এদিকে, বঙ্গবন্ধুর ছবি ভাংচুরে প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল পরবর্তী সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন— রাতের মধ্যে ছবি ভাঙচুরকারীদের গ্রেফতার করা না হলে আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ প্রতিহত করা হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান— বিএনপির নেতাকর্মীরা বিনা উস্কানিতে মিছিল থেকে কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের প্রতিনিধি সভার ফটকে ভাংচুর চালায়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করে তারা।