উদ্বোধনের অপেক্ষায় ‘মণিপুরী ললিতকলা একাডেমী’র দৃষ্টিনন্দন ভবন
অতিথি সংবাদদাতা

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মাধবপুরে নির্মিত হয়েছে মণিপুরি ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউস ও ডরমেটরির নতুন ভবন। প্রায় ১৮ কোটি ৪লাখ টাকা ব্যয়ে নবনির্মিত আধুনিক ও দৃষ্টিনন্দন এ স্থাপনাটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
আজ মঙ্গলবার মনিপুরি রাসোৎসবের দিন বিকেল সাড়ে ৩টায় এ ভবনটির উদ্বোধন করবেন— সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই শুরু মনিপুরি সম্প্রদায়ের রাসোৎসব। কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে জমকালো আয়োজনে নানা কর্মসূচিতে উদযাপিত হবে রাসোৎসব ।
শ্রী শ্রী কৃঞ্চের মহারাসলীলা উৎসব উপলক্ষে লোকে লোকারন্য হয়ে উঠবে কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিঁববাজারের জোড়ামন্ডপ এলাকা। রাখাল নৃত্যের মাধ্যমে শুরু হবে এ মহারাসলীলা উৎসব। পাশাপাশি একই উপজেলার আদমপুরে মৈতৈই মণিপুরি সম্প্রদায় সানা ঠাকুর মন্দিরেও এ রাস উৎসব উদযাপন করবে।
বুধবার ঊষালগ্নে শেষ হবে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। উৎসব উপলক্ষে উভয় স্থানে বসবে বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হবে কমলগঞ্জের মণিপুরি জনপদ।
মাধবপুর মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ এবং আদমপুর মহারাস উদযাপন কমিটির অন্যতম নেতা ইবুংহাল সিংহ শ্যামল জানান— মহারাসলীলাল মূল উপস্থাপনা শুরু হবে সকাল ১১টা থেকে ‘গোষ্ঠলীলা বা রাখালনৃত্য’ দিয়ে। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালকবেলাকে উপস্থাপন করা হবে। এতে থাকবে কৃষ্ণের সখ্য ও বাৎসল্য রসের বিবরণ। গোধূলি পর্যন্ত চলবে রাখালনৃত্য। রাত ১১টা থেকে পরিবেশিত হবে মধুর রসের নৃত্য বা শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ। রাসনৃত্য ভোর (ব্রাহ্ম মুহূর্ত) পর্যন্ত চলবে। রাসনৃত্যে গোপিনীদের সাথে কৃষ্ণের মধুরলীলার কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলবেন শিল্পীরা।
তারা আরো বলেন— আমাদের প্রধান ধর্মীয় উৎসব রাসলীলাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উৎসবে প্রায় ২ লাখ লোকের সমাগম হবে। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফল হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন— আয়োজকদের সঙ্গে কথা বলে নিরাপত্তার জন্য দুই স্থানেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




