দিরাইয়ে আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়া সংবর্ধিত
দিরাই সংবাদদাতা
যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া বৃহস্পতিবার দেশে ফেরার পর ব্যাপক সংবর্ধনায় বরণ করে নিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলের বিশাল শোডাউনে মোশাররফ মিয়াকে স্বাগত জানানো হয়। এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান। পরে (আগামী ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামীলীগের অনুষ্ঠিতব্য সম্মেলন উপলক্ষে সম্মেলনস্থল) দিরাই বিএডিসি মাঠ পরিদর্শনে যান তিনি।
সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোশাররফ মিয়া বলেন— বিএনপি থেকে হঠাৎ আওয়ামীলীগ বনে যাওয়া সুবিধাবাদীদের বাদ দিয়েই এখানে আগামী ১৪ নভেম্বর সম্মেলন হবে। শেখ হাসিনার দুর্দিনে যারা জান বাজি রেখে রাজপথে দাঁড়ায়, সেইসব ত্যাগী কর্মীদের ইনশাআল্লাহ কেন্দ্র মুল্যায়ন করবে।
এ সময় উপস্থিত ছিলেন— দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক করম উদ্দিন, প্রচার সম্পাদক হাজী ইদন মিয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা মংলা মিয়া, শংকর নাগ, আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল হাইয়ুম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া প্রমুখ।