খোজারখলায় সালিশ ব্যক্তিত্ব জমির আহমদ স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি, খোজারখলা মারকাজ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, সিলেট জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব জমির আহমদ মেম্বার এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১১ নভেম্বর) রাতে প্রাথমিক বিদ্যালয়ে মাঠে খোজারখলা পঞ্চায়েত কমিটি ও খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট মুরব্বী আজমল আলী।
শোক সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন— সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিল তৌফিক বকস লিপন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমদ, আল মোবারাক পরিবহনের সত্ত্বাধিকারী মোঃ আরিফ আহমদ, আনন্দ পরিবহনের জিএম আব্দুল বাতেন।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাই’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত শোক সভা যৌথ ভাবে পরিচালনা করেন— সংঘের সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল ও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহান।
সভায় বক্তব্য রাখেন— কন্ট্রাক্টর এসোসিয়েশন সিলেট জেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, খোজারখলা মার্কাজ জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল মতিন, কোষাধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মজনু মিয়া, সাবেক মেম্বার গৌছ মিয়া, আছমা ম্যানশনের সত্ত্বাধিকারী সাগর আহমদ, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেমিম, মরহুমের ছেলে পূবালী ব্যাংক লিমিটেড বরইকান্দি শাখার ম্যানেজার আবু হানিফ রনি।
উপস্থিত ছিলেন— সংঘের সহ-সভাপতি আবুল কালাম, বদরুল আলম রিপন, অর্থ সম্পাদক মুক্তা শাহ, প্রচার সম্পাদক সাকের আহমদ, সহ-প্রচার হেলাল আহমদ, আবু ছবুর মিন্টু, ফখর উদ্দিন, মুক্ত শাহ, হেলাল আহমদ, সাহেদ আহমদ সাগর’সহ পাঞ্চায়েত কমিটি ও সংঘের নেতৃবৃন্দ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন— সংঘের সমাজসেবা সম্পাদক আব্দুল কুদ্দুস তালুকদার। শোক সভায় দোয়া পরিচালনা করেন— মারকাজ জামে মসাজিদের ইমাম হাফিজ মাওলানা সালিম আহমদ সুলেমান।
শোক সভায় বক্তারা বলেন— কর্মগুণে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব জমির আহমদ। তিনি আমৃত্যু দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করে গেছেন। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সমাজ সেবার পাশাপাশি নীতি নৈতকতার মাধ্যমে এলাকার কল্যাণে ভূমিকা রেখেছেন। তাঁকে হারিয়ে খোজারখলা, দক্ষিণ সুরমা তথা সিলেটবাসী একজন গুণী মানুষকে হারিয়েছেন, এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বক্তারা তাঁর আদর্শ লালন করে সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করার আহবান জানান।