মৌলভীবাজার ছাত্রদলের সভাপতিসহ ৫ নেতাকর্মী আটক
মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমহনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন— পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন (৩৯), জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুদ চৌধুরী (২৫), ছাত্রদল নেতা সাব্বির আহমেদ (২৩) ও বিএনপি সমর্থক সাকিল মিয়া (২০)।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন— ১৯ নভেম্বর সিলেটে বিএনপির গণসমাবেশ সফলের লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে আমরা শহরে লিফলেট বিতরণ করছিলাম। সেই কর্মসূচি বাধাগ্রস্ত করতে পুলিশ ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাদের আটক করছে।
এ অভিযোগ অস্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান— দুপুরে শহরে পুলিশ দায়িত্বরত ছিল। এ সময় আটককৃতরা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। তাই তাদের আটক করা হয়েছে।