হবিগঞ্জে শেষ হয়েছে ঠাকুর অনুকূলচন্দ্রের মহোৎসব
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে শেষ হয়েছে তিনদিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম তিথি ও বর্ষস্মরণ মহোৎসব। রবিবার রাতে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে এর সমাপ্তি হয়। এর আগে মহোৎসবের উদ্বোধন হয় ১১ নভেম্বর বিকলে।
হবিগঞ্জের ঘোষপাড়ায় শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানমালায় ছিল ধর্মালোচনা, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী পাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহা প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের ২দিনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও মাতৃ সম্মেলন।
অনুষ্ঠানে ঠাকুর অনুকূলচন্দ সৎ সংঘ এর কেন্দ্রীয় সদস্য সহ প্রতি ঋত্ত্বিক ননী ভূষন দত্ত পানু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রফেসর নিখিল ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— ঠাকুর অনুকূলচন্দ সৎ সংঘ কেন্দ্রীয় কিমিটির নির্বাহী সম্পাদক (ভারপ্রাপ্ত) রঞ্জন কুমার সাহা, কেন্দ্রীয় উন্নয়ন কমিটির চেয়ারম্যান শ্রী কমল সেন ও হবিগঞ্জে আয়োজিত এ মহোৎসব কমিটির আহবায়ক ফনি লাল বনিক।
এ ছাড়াও তিন দিনে সিলেট বিভাগ ছাড়াও সারা দেশ থেকে আগত প্রায় ৫ হাজার মানুষের সমাগম হয় এই মহোৎসবে।