বিএনপির গণসমাবেশকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা : ব্যানার-ফেস্টুনে সয়লাব
বিশেষ সংবাদদাতা

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মী। গণসমাবেশ সফল করতে দিনরাত সমান তালে সিলেট নগরী থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। প্রায় দশ বছর পর আগামী শনিবার (১৯ নভেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে বিএনপির এই গণসমাবেশ। ৩০ ফুট প্রস্থ ও ৭০ ফুট দৈর্ঘ্যের সমাবেশ মঞ্চটিতে বসে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে কেন্দ্রীয় নেতাদের পাশপাশি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি কাড়তে সমাবেশস্থলসহ আশপাশ এলাকাজুড়ে নেতাকর্মীরা ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়েছেন। এবার গণসমাবেশে চার লাখ লোকসমাগম করতে চায় দলটি। তাই ১ মাস আগে থেকেই গণসমাবেশের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। প্রতিদিন বিভিন্ন দলে বিভক্ত হয়ে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ, সভা-মিছিল করছেন।
নেতাকর্মীরা জানান— প্রায় দশ বছর পূর্বে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ডাকে ২০১২ সালে সিলেটে টিপাইমুখ বাঁধবিরোধী সবচেয়ে বড় সমাবেশ করেছিল বিএনপি। তখন কয়েক লাখ মানুষের সমাগম ঘটলেও এবার চার লাখ লোকের সমাগম হবে বলে আশাবাদী নেতাকর্মীরা।
এদিকে নগরীর প্রতিটি পাড়া-মহল্লার বাসাবাড়িতে বিএনপির তরফ থেকে গণসমাবেশে যোগ দেয়ার জন্য দাওয়াত দেয়া হয়েছে। একই সঙ্গে জেলার ওয়ার্ড ও গ্রাম পর্যায় পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন জেলার শীর্ষ নেতৃবৃন্দ। এবারের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে সার্বিক তত্ত্বাবধানে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন— আমাদের নেতা-কর্মীরা অতীতের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ আছে। তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন— কোন কোন জায়গা প্রচারণা চালাতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়তে হচ্ছেন আমাদের নেতাকর্মীদের। সেই সাথে পুলিশ নেতাকর্মীদের বাসা-বাড়িতে গিয়ে হয়রানি করছে।
সিলেট জেলা ছাত্রদলের সম্পাদক দিলোয়ার হোসেন বলেন— পুলিশ আমাদের নেতাকর্মীদের প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। তবুও আমাদের প্রচার-প্রচারণা থেমেনি। এবারের গণসমাবেশকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীরা অনেক বেশী উজ্জীবিত। সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা গণসমাবেশকে সুন্দর ও সফল করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রচার মিছিল, লিফলেট বিতরণ, প্রস্তুতি সভা ও দাওয়াতি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




