আমরা সিলেটবাসীর জামাইয়ের নেতৃত্বে কাজ করছি: ফখরুল
স্টাফ রিপোর্টার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— ‘আমরা আপনাদের সিলেটের জামাইয়ের নেতৃত্বে রাজনীতি করছি। তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এটা আপনাদের জন্য সৌভাগ্য যে আমরা আপনাদের জামাইয়ের নেতৃত্বে রাজনীতি করছি।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত; সিলেটের জামাই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রিয়ার অ্যাডমিরাল প্রয়াত মন্ত্রী মাহবুব আলীর কন্যা ডা. জোবাইদা রহমানকে বিয়ে করেছেন।