‘ঘরের শত্রু’র গোলে ক্যামেরুনের হার : উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ ড্র
স্পোর্টস রিপোর্টার

ব্রিল এমবোলো । ছবি: এএফপি
ক্যামেরুন জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে ‘ঘরের শত্রু’র কাছে। সারা ম্যাচে সমানে সমানে লড়লেও ব্যবধান গড়ে দিয়েছে এমবোলোর গোল। দিনের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে রুখে দিয়েছে দক্ষিণ কোরিয়া।
২৫ বছর বয়সি ফরোয়ার্ড ব্রিল এমবোলোর জন্ম ক্যামেরুনে। তাই ৪৮ মিনিটের মাথায় সুইজারল্যান্ডকে পূর্ণ পয়েন্ট এনে দেয়া গোলটি করে মোটেই আনন্দে ভাসেননি এমবোলো। বরংজন্মভূমির কাছে যেন ক্ষমাই চাইলেন শৈশবে পরিবারের সঙ্গে দেশ ছাড়া মোনাকোর এই ফরোয়ার্ড।
দিনের প্রথম ম্যাচে ফিফা র্যাংকিংয়ের ১৫তম দল সুইজারল্যান্ডকে খুব ভুগিয়েছে ‘ইনডমিটেবল লায়ন্স’ ক্যামেরুন। বিশ্বকাপে তিনবারের সেমফাইনালিস্ট ও চারবারের কোয়ার্টার ফাইনালিস্টরা সারা ম্যাচে যেখানে ৫১ ভাগ সময় বল দখলে রেখেছে, ৪৩তম র্যাংকিংয়ের দল ক্যামেরুন সেখানে বলের দখলে ছিল ৪৯ ভাগ সময়। গোলে শট আফ্রিকার ‘অদম্য সিংহরাই’ নিয়েছে বেশি- সুইসদের ৩টির বিপরীতে তাদের শট ছিল ৫টি। কিন্তু সব পরিসংখ্যান অর্থহীন করে দেয় এমবোলোর ওই গোল। সেই সুবাদে ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের হারিয়ে কাতার বিশ্বকাপে শুভসূচনা করে সুইসরা।

বল দখলের লড়াইয়ে ভালভের্দে ও জুন–হো । ছবি: এএফপি
দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল ৭২ বছর ধরে তৃতীয় বিশ্বকাপ জয়ের অপেক্ষায় থাকা উরুগুয়ে। কাতারে প্রথম জয়ের অপেক্ষাও দীর্ঘ হলো তাদের। সারা ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও দু দুবার বল পোস্টে লাগায় গোলশূন্যভাবেই ম্যাচ শেষ করে ১৯৩০ ও ১৯৫০-এর বিশ্বকাপজয়ীরা।




