‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ
সময় সিলেট ডেস্ক
সিলেটের বিশ্বনাথে আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টে’র উদ্যোগে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসএমএস মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, দানবীর সেলিম জে আহমেদ’র অর্থায়নে প্রথমবারের মত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তিক বৃত্তি পরীক্ষা আজ ২৬শে নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শেণির ১০০ জন শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০ ঘটিকায় স্থানীয় কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন— ট্রাস্টের বাংলাদেশ শাখার আহবায়ক সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া ও সচিব শাহ আজিজুর রহমান মনর।