বিশ্বনাথে ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র বৃত্তি পরীক্ষা সম্পন্ন
সময় সিলেট ডেস্ক
সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২০টি প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীদের নিয়ে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ সম্পন্ন হয়েছে।
আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসএমএস মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, দানবীর সেলিম জে আহমেদ’র অর্থায়নে প্রথমবারের মত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তিক বৃত্তি পরীক্ষা শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১০০ জন শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করতে দেখা গেছে।
গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীরা যাতে মাধ্যমিক স্কুলে পড়ালেখা ও ভর্তি চালিয়ে যেতে পারে— সেই পরিমাণ অর্থ সহায়তা দিয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের পুরস্কৃত করা হবে আগামী ডিসেম্বর মাসে এমন তথ্য জানিয়েছেন— সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠিতা ও সভাপতি দানবীর সেলিম জে আহমেদ।
তিনি আরো বলেন— শিক্ষার্থীদের মেধা বিকাশে এ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা কার্যকর ভূমিকা রাখবে। এ পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র বাংলাদেশ শাখার আহবায়ক সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া ও সচিব শাহ আজিজুর রহমান মনর, শাহ সিদ্দিকুর রহমান, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, মো. সুহেল মিয়া (মাষ্টার), মো. জসিম উদ্দিন (মাষ্টার), সংগঠক লাহিন নাহিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।