বাহরাইনে বাংলাদেশ স্কুলে এসএসসি পরীক্ষায় সাফল্য
সময় সিলেট ডেস্ক
এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে প্রবাসের মাটিতে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইনের ৭জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৪.৪৪ শতাংশ।
বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইন থেকে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৬জন, বাণিজ্য বিভাগ থেকে ২৮ জনসহ ৫৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১জন। তাদের মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে ১ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন, জিপিএ-৪ (এ) পেয়েছে ২৪ জন, এ মাইনাস ১৪ এবং বি ৬জন।
প্রবাসের মাটিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যের প্রতিক্রিয়ায় প্রিন্সিপাল অরুন নায়ার ও শিক্ষিকা সাহিদা আক্তার বলেন— ‘স্কুলের একঝাঁক অভিজ্ঞ শিক্ষক, সচেতন অভিভাবক মহল এবং সর্বোপরি শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের ফলাফল। এযাবতকালে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইনের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ গোল্ডেন’সহ মোট ৭জন জিপিএ ৫ পেয়েছে।