মাধবপুরে দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
মাধবপুর সংবাদদাতা
মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ধমর্ঘর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান আরিফ গরীব দুস্থ ২ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন— ধর্মঘর কোম্পানী সদর ক্যাম্পের কমান্ডার সুবেদার জয়নাল আবেদিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাশ উদ্দিন, ইউপি সদস্য ইয়াজ উদ্দিন, বাহারুল ইসলাম, লিজা সুলতানা, সাবেক ইউপি সদস্য হীরা মিয়া প্রমুখ।