বিজয় দিবস উপলক্ষে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল ডিএমপি
সময় সিলেট ডেস্ক

রাজারবাগ পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় । ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতার প্রথম প্রতিরোধযুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে কয়েকজন সদস্য মহান মুক্তিযুদ্ধকালীন দুঃসাহসিক অভিযানের স্মৃতিচারণা করেন। এ সময়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের শুরুতে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার। এরপর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকাসংবলিত তথ্যনির্ভর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন— শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (অবসরপ্রাপ্ত পুলিশ সুপার)। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি, রাজারবাগ পুলিশ লাইনসের আশপাশের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার নতুন প্রজন্মের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।