খাজাঞ্চি ইউপি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র চিকিৎসা সহায়তা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
জটিল রোগে আক্রান্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কৃষ্ণপুর নিবাসী আব্দুল হান্নান মোহাম্মদ জাকারিয়াকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেছে খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার অসুস্থ জাকারিয়ার নিজ বাড়ীতে গিয়ে তার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৬৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।
অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন— সংগঠক মনসুর আলম, দৈনিক সময় সিলেট সম্পাদক আ ক ম এনামুল হক মামুন, লেখক ও সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সংগঠক হাফেজ নিজাম উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আনোয়ার আহমদ, আব্দুল মালিক প্রমুখ।
এ সময় অসুস্থ জাকারিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবারবর্গ। একইসাথে জাকারিয়ার এই কঠিন মূহুর্তে যারা সেবার লক্ষ্যে তার পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।