সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র প্রাথমিক মেধাবৃত্তি প্রদান আজ
সময় সিলেট ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র কর্তৃক পরিচালিত মেধাবৃত্তি ২০২২ ইং এর ফলাফল গত ১৩ ডিসেম্বর সকালে প্রকাশ করা হয়েছে। আজ ৩১শে ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় স্থানীয় ‘ইয়াহইয়া কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র উপদেষ্টামন্ডলীর সভাপতি, বিশিষ্ট মুরব্বী হাজী মো. তেরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— সিলেট জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. সোহেল রানা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আজকের মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রী, স্কুল শিক্ষক, অভিভাবক এবং ট্রাস্ট সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক মুহাম্মদ সায়েস্তা মিয়া।
উল্লেখ্য; খাজাঞ্চী ইউনিয়নের ২০টি প্রাইমারি স্কুল নিয়ে পরিচালিত এই মেধাবৃত্তি পরীক্ষায় সর্বমোট ৭৭জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। এর মধ্য থেকে ৩ জনকে ১ম, ২য় ও ৩য় স্থানে এবং ১৭ জন ছাত্র-ছাত্রীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদানের চুড়ান্ত তালিকা ঘোষণা করেছে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র পরিচালিত বৃত্তি বাস্তবায়ন কমিটি।
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত ও আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বৃটেনের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, এসএমএস মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ’র অর্থায়নে প্রথমবারের মতো ‘প্রাইমারি মেধাবৃত্তি পরীক্ষা ২০২২’ গত ২৬শে নভেম্বর শনিবার স্থানীয় কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা :
‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ পরিচালিত এই মেধাবৃত্তি পরীক্ষায় ১ম স্থান অর্জন করেছে— বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মোছা. সাদিয়া আক্তার। এছাড়া জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দীপিকা রানী দাস ২য় এবং চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শুভশ্রী দত্ত ঝরা ৩য় হয়েছে।
সাধারণ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো— সাদিয়া ইসলাম জেরিন চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোছা. নাহিদা আক্তার সুমাইয়া জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. নাজিম উদ্দীন বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জহুরা জান্নাত বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. মুখছিন আলম ও তাহের আলম সিএম খান-জাকারিয়া খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, তানভীর ইসলাম গোমরাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আয়েশা বেগম কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিশতাউল জান্নাত ইভা ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহাইমিন আঃ শাফি তেলিকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমা বেগম রাগীব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহেরা ইসলাম লোপা হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহিদ আহমদ ছৈফাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসুমা বেগম রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানা বেগম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিরব দেব নাথ চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাছকিরা জান্নাত হালিমা বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।