মালয়েশিয়ায় প্রয়োজন আরোও এক মিলিয়ন বিদেশি কর্মী
সময় সিলেট ডেস্ক
মালয়েশিয়ায় করোন মহামারী পরবর্তী অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রায় এক মিলিয়ন বিদেশী শ্রমিক প্রয়োজন বলে দেশটির অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সির (পাপা) প্রেসিডেন্ট দাতুক ফু ইয়ং হুই স্থানীয় একটি সংবাদ সংস্থায় বলেছেন। তিনি বলেন— বিদেশী শ্রমের চাহিদা বেশ কয়েকটি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্মাণ, কৃষি, পরিষেবা এবং উৎপাদন, যা করোনা পরবর্তী দেশের অর্থনীতিকে জাম্পস্টার্ট করার জন্য অপরিহার্য।
মি ফু উতুসান মালয়েশিয়াকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন— করোনা মহামারীর আগে মোট ২.২ মিলিয়ন-শক্তিশালী শ্রমশক্তির তুলনায় ২০২০ সালে সরকার-আরোপিত বিধি নিষেধের ফলে নিবন্ধিত বিদেশী শ্রমিকের সংখ্যা কমে প্রায় ৯০০,০০০-এ নেমে এসেছে।
তার হিসাব মতে নির্মাণ খাতে প্রায় ৩০০,০০০ শ্রমিকের অভাব রয়েছে, কৃষিতে প্রায় ২৩০,০০০ শ্রমিক, যেখানে উৎ্পাদনে প্রায় ১০০,০০০ থেকে ২০০,০০০ শ্রমিকের প্রয়োজন রয়েছে। সেবা খাতেও প্রায় ১০০,০০০ শ্রমিকের অভাব রয়েছে। দাতুক ফু ইয়ং হুই বলছেন, অভাব মেটাতে ৮০০,০০০ থেকে এক মিলিয়ন বিদেশী শ্রমিক জরুরিভিত্তিতে প্রয়োজন।
৯ ডিসেম্বর, স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন— বর্তমানে দেশে মোট ১.৪ মিলিয়ন বিদেশী কর্মী রয়েছে। এতে উৎপাদন খাতের শ্রম (৫১০,৫০৭), নির্মাণ (৩০৮,৮৮৬), পরিষেবা (২০৮,৪২৫) এবং কৃষি (১১০,৫৯৮) অন্তর্ভুক্ত রয়েছে।