বিশ্বনাথে ‘সাবিলুন নাজাত ফাউন্ডেশন ইউকে’র শিক্ষাসামগ্রী প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
সাবিলুন নাজাত ফাউন্ডেশন ইউকের উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী প্রদান ও হিফজুল কোরান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (২৩ জানুয়ারি) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ছোট খুরমা গ্রামে এই শিক্ষাসামগ্রী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. রিয়াজ আলী’র সভাপতিত্বে ও খ্যাতিমান উপস্থাপক ও কবি আহমাদ সালেহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন— বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মোস্তাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বায়তুল জান্নাত শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামরুল ইসলাম, শামসুল ইসলাম, খুরমা ইবতেদায়ী মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, রুহুল আমিন ফয়সল, হাফিজ হুসাইন আহমদ, হাফিজ রশিদ আহমদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অধিকার করে জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া’র শিক্ষার্থী হাফিজ মো. হাসান আহমদ ও মুহাইমিনুল ইসলাম রাইয়্যান, ৩য় হন হযরত তালহা রাযি. মিরগাঁও হাফিজিয়া মাদরাসা’র শিক্ষার্থী হাফিজ আহমদ গুল সোহাগ।
অনুষ্ঠানে প্রায় ২০টি গ্রামের নির্বাচিত শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, কলম, খাতাসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।