পাহাড়-টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের কুলাউড়ায় টিলা এবং হবিগঞ্জের নবীগঞ্জের দিনারপুরে পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে চার সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার পরিবেশ সংরক্ষণ আইনের বিধান অনুসারে ব্যবস্থা নিতে এ আদেশ দেন।
মৌলভীবাজারের পাহাড় কাটা বন্ধে নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এর সূত্র ধরে সম্পূরক আবেদনটি করে এইচআরপিবি।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করীম।
পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেন— ‘মৌলভীবাজারের কুলাউড়া চা-বাগানের ভেতরে রাস্তা নির্মাণে টিলা কাটা ও হবিগঞ্জের নবিগঞ্জের দিনারপুরে পাহাড় কাটা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে আবেদনটি করা হয়। ওখানে পাহাড় ও টিলা কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনের ১৫ ধারা অনুসারে ব্যবস্থা নিতে মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ বাস্তবায়ন বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।’