সিলেটে কলেজছাত্রী সনিয়া হত্যা: মামাতো ভাই সজিবের খোঁজে পুলিশ
স্টাফ রিপোর্টার
সিলেটে একাদশ শ্রেণির ছাত্রী সনিয়া হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে খুনি সন্দেহে নিহতের মামাতো ভাই সজিবের খোঁজে রয়েছে পুলিশ।
ওই ঘটনার পর সজিব ঢাকায় পালিয়ে গেছে— এমন তথ্য জানার পর সোমবার রাজধানীতে পৌঁছে সিলেট পুলিশের একটি দল। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
এদিকে সনিয়া খুনের ঘটনায় সোমবার রাত ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান— মরদেহের দাফন নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় কেউ এজাহার নিয়ে আসেননি। মঙ্গলবার তারা মামলা করতে পারেন।
গত রবিবার নগরীর শেখঘাটের খুলিয়াপাড়া নিলিমা আবাসিক এলাকার ১৪ নম্বর ভাড়া বাসা থেকে সনিয়া বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে এমএমপির কোতোয়ালি থানা পুলিশ।
সনিয়া দক্ষিণ সুরমা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার দিন বাসায় তার মামাতো ভাই সজিব আহমদ ছিল। তবে সনিয়ার মরদেহ উদ্ধারের পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না।