শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে রাজনীতির শিকার বিএনপি: খন্দকার মোশাররফ
সময় সিলেট ডেস্ক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি রাজনীতির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক দেয়ার পর তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন— ‘আমরা শহীদ মিনারে গেলে বারবার একই নাম ঘুরে-ফিরে ডেকে শ্রদ্ধা জানিয়ে সময় ক্ষেপণ করা হয়। একই সঙ্গে বেদিতে শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসন ব্যর্থ হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনিয়ে-বিনিয়ে মিথ্যা কথা বলেন উল্লেখ করে তিনি বলেন— ‘জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি, সে বিষয়ে বিএনপির জানা নেই। বরং ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করতে বাকশাল করেছিল। তাদের লজ্জা হওয়া উচিত।’
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা আরও বলেন— ‘যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ছিল, তাই আবারও তা সংশোধন করে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দিতে হবে। অন্যথায় বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন জাতীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।