ওয়ার্ডে পর্যায়ে শান্তি সমাবেশ: জনগণ শেখ হাসিনার পাশে আছে
স্টাফ রিপোর্টার
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর আওয়ামী লীগের নির্দেশনায় আজ সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে শান্তি সমাবেশ।
শনিবার (৪ মার্চ) বিকাল ৩টায় শিবগঞ্জ পয়েন্টে ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শান্তি সমাবেশ শিবগঞ্জ পয়েন্টে শুরু হয়েছে।
২০নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন— সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সানাওর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সুবহান চৌধুরী দীপন, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল মাহমুদ সুজন, ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম প্রমুখ।
এ সময় মামুন উদ্দিন ও সাজুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ২১নং ওয়ার্ডের একটি মিছিল শান্তি সমাবেশে যোগ দান করে।