বিশ্বনাথে ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র খাদ্যসামগ্রী বিতরণ
সময় সিলেট ডেস্ক
আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার গরীব, এতিম ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, এসএমএস মিডিয়া লিমিটেড’র চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ-এর ব্যবস্থাপনায় এক’শ ১০টি পরিবারের হাতে এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে— চাল, ডাল, লবন, পেঁয়াজ, ছোলা, তেল ও আলু।
আজ মঙ্গলবার (২১ মার্চ) বেলা ২টায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামে দানবীর সেলিম জে আহমেদ-এর পৈত্রিক বাড়ীতে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র উপদেষ্টা কমিটির সভাপতি হাজী মো. তেরা মিয়া’র সভাপতিত্বে এবং ট্রাস্ট’র বাংলঅদেশ কমিটির অন্যতম দায়িত্বশীল শাহ আজিজুর রহমান মনর ও শাহ সিদ্দিকুর রহমান চিশতী’র সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন— গণতন্ত্রের মানসকন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনকের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী অত্যান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি; তার মাধ্যমে আমাদের সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জিত হবে।
তিনি আরো বলেন— সেলিম আহমেদের মতো সমাজে আরো যারা বিত্তবান আছেন, তারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলে এলাকার মানুষের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট জেলা পরিষদের সদস্য (বিশ্বনাথ-৬) এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদী, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল, সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র অন্যতম ট্রাস্টি শামীম আহমদ, এসএমএস মিডিয়া লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক এস.পি সেবু, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সাংবাদিক সুহেল আহমদ, সাংবাদিক আব্দুল কাইয়ূম, কবি লাহিন নাহিয়ান, মামুন আহমদ, আকিক আহমেদ, সালমান আহমেদ, শামীম আহমদ (২), আব্দুল কাইয়ুম প্রমুখ।