ইতালিতে ফুটবল লীগ শুরু
স্পোর্টস ডেস্ক
ইতালি মনফালকনে স্বদেশ বিদেশ পাঠক ফোরাম ও বাংলাদেশ সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন ইতালি এর যৌথ পৃষ্ঠপোষকতায় স্থানীয় মাঠে Monfy super league Season -1 “2020” ফুটবল লীগ এর শুভ উদ্ভোদন হয় গত ২৫জুলাই ২০২০।এতে মোট ৫টি দল অংশগ্রহণ করেন। দলগুলো যথাক্রমে Black Eagles F.C.M,Young Star, Cari Giovani, Super Boys, Bondhu Ekadosh. উদ্যোক্তারা লীগের সফল পরিসমাপ্তির জন্য সকলের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
লীগের সফল সমাপ্তির জন্য স্বদেশ বিদেশ পাঠক ফোরাম ও বাংলাদেশ সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।