মৌলভীবাজার জেলা বিএনপি সহসাধারণ সম্পাদকের মৃত্যু
সিলেট অফিস
সিলেট নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মৌলভীবাজার জেলা বিএনপি সহসাধারণ সম্পাদক নুরুল আলম নোমানের। নোমানসহ জেলাটিতে মোট তিনজন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সিলেট নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
তিনি হৃদযন্ত্রজনিত সমস্যা ছাড়াও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। তার বাসা পৌর শহরের সুলতানপুর এলাকায়। স্বাস্থ্যবিধি অনুয়ায়ী তার দাফন কাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
এদিকে শুক্রবার দেবেশ রঞ্জন দও (৬৫) ও কাঞ্চন চক্রবর্তী শ্যামল (৭৪) নামে করোনাভাইরাস আক্রান্ত আরও দুই ব্যক্তি একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের দুজনের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সুবজবাগ অবাসিক এলাকায়।