ভারতে একদিনে মৃত্যু ৯৪১, মোট ৫০৯২১
আন্তর্জাতিক ডেস্ক
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৫০ হাজার ৯২১ জন।
সোমবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এই তথ্য জানা গেছে।
তবে টানা ১০ দিন পর ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের নিচে নেমে এসেছে। রোববার সকাল থেকে সোমবার পর্যন্ত ৫৭ হাজার ৯৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। সবমিলিয়ে ২০ লাখের মতো রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।