ঢাকা-১৮ উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন করে যা বললেন নুর
সময় সিলেট ডট কম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে নুরুল হক নুরের কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সবাই চাচ্ছেন, আমি যেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হই।’
নুর আরও বলেন, ‘দেশে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে। ভোট থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে। সাধারণ মানুষকে আবারও ভোটমুখী করতে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা হচ্ছে। তবে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর ও অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।