কলম্বিয়া জুড়ে সহিংসতায় ১৭ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
কলম্বিয়ায় পৃথক তিনটি স্থানে মাদক চোরাকারবারি, সন্ত্রাসী গোষ্ঠী ও সাবেক ফার্ক গেরিলাদের অনুসারীদের মধ্যে সহিংসতায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে নারিনো ও কাউকা প্রদেশে আলাদা সহিংসতায় মৃত্যু হয়েছে ১২ জনের। অপর ৫ জন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়। শনিবার দেশটির সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
হতাহতের ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক বলেছেন, মাদক পাচার ও সন্ত্রাসবাদের মাধ্যমে পরিচালিত সহিংসতায় মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।
কলম্বিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক পাচার সংশ্লিষ্ট দ্বন্দ্ব-সহিংসতা চলছে কয়েক দশক ধরে। এতে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ।
গত সপ্তাহেও নারিনো প্রদেশে অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে অন্তত আটজন মারা গেছেন। ১১ আগস্ট এর পার্শ্ববর্তী ক্যালি শহরে হত্যা করা হয়েছে আরও পাঁচজনকে।