রায়হানের বাড়ি গেলেন নতুন পুলিশ কমিশনার
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া রায়হান উদ্দিনের বাড়িতে গিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিশারুল আরিফ। মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে তিনি রায়হানের বাড়িতে এসে পৌঁছান। এ সময় নিহতের মা সালমা বেগম ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের সাথে কথা বলেন তিনি। তথ্যটি নিশ্চিত করে এসএমপি’র মুখপাত্র এবিএম আশরাফুল আলম তাহের।
এরআগে বিকেলে বিমানের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে আসেন এসএমপি’র নতুন কমিশনার নিশারুল আরিফ। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে এশার নামাজ আদায় করেন। এরপর মাজার জিয়ারত শেষে তিনি রায়হানের বাড়িতে যান।
উল্লেখ্য, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়াকে বদলী করা হয়। একই আদেশে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয় পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি নিশারুল আরিফকে।
এসএমপি’র নতুন কমিশনার নিশারুল আরিফ ২০১৯ সালের অক্টোবরে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থাকাকালীন সময়ে ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর ওই বছরের ৯ ডিসেম্বর তাকে পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়।