ছাত্রনেতা পাপ্পু বিশ্বনাথ ছাত্রলীগের সভাপতি হওয়ায় লামাকাজীতে মিষ্টি বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : পরিশ্রমী ছাত্রনেতা পার্থ সারথি দাশ পাপ্পু বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় ১নং লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষথেকে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় লামাকাজী বাজারে লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাজগীর আহমদ ইমনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিষ্টি বিতরণ ও আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সালমান আহমেদ শামীম, আকমল হোসাইন মেহদি, দুলাল আহমদ, শাহীন আহমদ, কামরুল ইসলাম, রুমন আহমদ, জিসান আহমদ, ছাদিক মিয়া, সিদ্দিক আহমদ, মামুন মিয়া, সজীব আহমদ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন- বিএনপি জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোটের দুঃশাসনামল থেকে শুরু করে ওয়ান ইলিভেনের ভয়াল সময়ে শেখ হাসিনা মুক্তি আন্দোলনসহ রাজপথে প্রতিটি আন্দোলন-সংগ্রামে যার সতস্ফুর্ত অংশগ্রহ, জননেত্রী শেখ হাসিনা’র সেই দূর্দিনের পরীক্ষিত সৈনিক হচ্ছেন পার্থ সারথি দাশ পাপ্পু। তার মতো একজন কর্মীবান্ধব ও মেধাবী ছাত্রনেতাকে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ছাত্রলীগ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন- আমাদের দৃঢ় বিশ্বাস, পরিশ্রমী ছাত্রনেতা পার্থ সারথি দাশ পাপ্পু’র নেতৃত্বে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ অন্য যেকোন সময়ের তুলনায় আরও বেশি সুসংগঠিত ইউনিটে পরিণত হবে।