সিলেটে করোনা সচেতনতা মহানগর বিএনপির মাস্ক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট নগরীতে মাস্ক বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর পথচারী জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন তারা।
মাস্ক বিতরণের সময় বিএনপি নেতারা বলেন- করোনা মহামারির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই দায়িত্ব পালন করছে বিএনপি। যার অংশ হিসেবেই করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক পরিধানের উপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। সচেতনতা মূলক এমন মহতি কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, আপ্যায়ন সম্পাদক আফজাল হোসেন, শিশু বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাকিম, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ্র, সদস্য মঈনুল হক স্বাধীন, মখলিছ খান, জাবেদুল ইসলাম দিদার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সৈয়দ রহীম আলী রাসু, এনামুল হক সোহেল, নাজির আহমদ, সজিবুর রহমান রুবেল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাছিব, ছাত্রদল নেতা নাহিয়ান আহমদ রিপন, আলী আহমদ আলম, নির্ঝর রায় প্রমুখ।